Newsletter

Powered by Kyoto Engineering & Automation Ltd.

OMRON এর বাতিল /Obsolete মডেলের তালিকা প্রকাশ

২০১৭ সালের প্রথম অর্ধ-বৎসর (H1)-এ একটি নিরীক্ষা চালানো হয়। নিরীক্ষা অনুযায়ী পর্যালোচনা করে দেখা গেছে যে, বাংলাদেশ এর বাজারে OMRON এর নকল বা Obsolete মডেলগুলো খুবই সহজলভ্য। কিছু অসাধু ব্যবসায়ীগণ বাতিল হয়ে যাওয়া পণ্যের তথ্য এবং তালিকা গোপন রেখে ক্রেতা সাধারণকে বিভ্রান্ত করে আসছে। জনস্বার্থে, OMRON এর বাতিল হয়ে যাওয়া মডেলের তালিকা প্রকাশ করা হলো। OMRON এর বাতিল হয়ে যাওয়া মডেলের তালিকা জানতে নীচের লিংকে ক্লিক করুন ।

আপনার ফ্যাক্টরীকে ঝুঁকি এবং দূর্ঘটনা থেকে বাঁচাতে নকল পণ্যকে না বলুন !

http://omron.keal.com.bd/tc_komrn.html